এতদ্বারা খাদ্যশস্য আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার,খুচরা ব্যবসায়ী,চালকল (অটোমেটিক রাইস মিল,মেজর রাইস মিল, হাস্কিং রাইস মিল) মালিকগণ ও ময়দাকল(মেজর ও কম্প্যাক্ট ময়দাকল,রোলার ময়দাকল, আটচাক্কি) মালিকগণকে জানানো যাচ্ছে যে, যারা সবনিম্ন ১(এক) মেঃ টন খাদ্যশস্য/খাদ্য সামগ্রী(এককভাবে কিংবা মিলতভাবে) অথ্যাৎ ১,০০০(এক হাজার) কেজি ধান/চাল,গম/গমজাত দ্রব্য,সয়াবিন ও পামওয়েল (পরিশোধিত),চিনি(পরিশোধিত) এবং ডাল মজুদ/ক্রয়-বিক্রয় করেন তাদের জন্য এস.আর.ও নং-১১৩ আইন/২০১১-The Control of Essential Commodities Act,1956(Act NO. 1 of 1956) এর Section 3 তে প্রদত্ত ক্ষমতাবলে খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা ছাড়াও খাদ্যশস্য মজুতের পরিমান ও মেয়াদ নিধারণ করে দেয়া হয়েছে,এবং অনুমোদিত প্রত্যেক লাইসেন্সধারী ব্যবসায়ীকে খাদ্যশস্য/খাদ্য সামগ্রী আমদানি,ক্রয়,মজুদ ও বিক্রয়ের হিসাব লাইসেন্স প্রদানকারী কতৃপক্ষের বা তদককৃক ক্ষমতাপ্রাপ্ত কতৃপক্ষের নিকট নিধারিত ছকে পাক্ষিক ভিত্তিতে প্রতিবেদন দাখিলের বিধান রয়েছ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস